ছোট্ট জীবন বৈঠা ধারে
জীবনের শেষ প্রান্তে,
এখন মনে আর দেয় না সায়
মন কাঁদে একান্তে।
এক মুমূর্ষু আত্মার খিদে
চায় বিশুদ্ধ প্রেমে,
স্বেচ্ছায় পায় শর্তহীন স্নেহ
বন্দী হৃদয় ফ্রেমে।
থাকবে না প্রতারণার ফাঁদ
হিংসা কিংবা ক্রোধে,
যেথায় না পাওয়ার আকাঙ্খায়
ভালোবাসা কাঁদে।
আজ জীবন চলার স্পন্দন
চলছে স্বাভাবিক,
তোমার প্রেম কেনো পাবো না
আমি শান্ত নাবিক।