ধম ফুরালে বুঝবে সবাই
হয়েছে তোমার মৃত্য,
নিঃশ্বাসের বিশ্বাস নাই
বলে সবাই সত্য।
বহুকাল সাধনা করে
সম্পর্ক গড়ে তোলে,
এক সেকেন্ড লাগেনা দেখো
বিশ্বাসকে যায় ভুলে।
বিশ্বাস থাকলে মানব জীবন
উন্নত শিখরে পৌঁছায়,
অবিশ্বাস মানুষকে নিয়ে যায়
নতুন এক অধ্যায়।
ভাঙ্গা আয়না কখনো কেউ
জোড়া দিতে পারে না,
একবার মন ভেঙে গেলে
সহজে জোড়া লাগে না।
চলার পথে জীবনের মাঝে
থাকতে হয় বিশ্বাস,
বিশ্বাস থাকলে তোমার জীবন
থাকবে সর্বদাই উচ্ছাস।