বছর তুমি ভালো থেকো
শতো কষ্ট ভুলে,
কঠিন তুমি তোমার সময়
প্রকৃতির তাল তুলে।
বিশের কারণ মানব জীবন
মরুভূমির প্রান্তর,
বছর তোমার বিদায় বেলায়
ভেঙে না যায় অন্তর।
প্রকৃতি দেখো খেলছে খেলা
নিরব থাকার বেশে,
কতো মানব চলে গেছে
ঐ না ফেরার দেশে।
মানব মনে গুন ধরেছে
আজ চিন্তা চেতনায় ,
লক্ষ মানুষ ভাবার আগে
হয়েছে অসহায়।
বছর তুমি জগৎ মাঝে
সাক্ষী হয়ে রবে,
নতুন রূপে নতুন সাজে
এসো আবার ভবে ।