বিনাশ
মোঃ বুলবুল হোসেন

ঝরে গেছে কতো প্রিয়জন
বিনাশ হয়েছে ইচ্ছে,
ছন্নছাড়া জীবনে সবকিছু যেন
সময়টা কেড়ে নিচ্ছে!
হারানোর যদি বাকি থাকে কিছু '
আমি'টাই পড়ে থাকছি,
চাদরের মতো নিজেকে গুটিয়ে
আলনায় তুলে রাখছি।