বিলীন
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১০-০২-২০২৩ ইং
আশায় ছিলাম পাবো দেখা
দুই হৃদয়ের টানে,
হবে কথা বটের ছায়ায়
সুরের ছন্দ গানে।
এই কি তোমার ভালবাসা
মিলে গলায় গলায়,
ভেবেছিলাম খাঁটি সোনা
শুভেচ্ছা ফুল মালায়।
হাতের সাথে হাত মিলিয়ে
ধরে ছিলাম ডালে,
নতুন দিনের আশায় ছিলাম
সপ্ন মিশে খালে,
পোড়া মনের দুঃখ গুলো
যায় না মিশে জলে,
ঢেউরের মতো বিলীন হলে
তুমি হেলে-দুলে।