বিলের ধারে ছুটে দেখো
ঐ দুষ্ট ছেলের দল,
একটি মাছ কে ধরলে তারা
করে যায় কোলাহল,
ছোট্ট খোকা তাইনা দেখে
খিলখিল করে হাসে ,
কাদা মেখে মাছ ধরিতে
খোকা ভালোবাসে।
মাছের একটু দেখা পেলে
তারা করে হইচই,
কাঁদার মাঝে থেকে তাদের
লাগছে কাদার মতই।
বেলা শেষে শূন্য হাঁড়ি
কিছুই নাই রে হাতে
মায়ে দিবে আজ গালাগাল
বাবা তাদের সাথে।