বিজয় মানে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৫-১২-২০২১ ইং
বিজয় মানে সফলতা
পূর্ণ সকল চাওয়া,
এক সমুদ্র রক্তের দামে
স্বাধীনতা পাওয়া।
বিজয় মানে ঠোঁটের কোণে
মিষ্টি করে হাসি,
বাংলা আমার জন্মভূমি
বাংলা ভালবাসি।
বিজয় মানে মাটির গন্ধ
পাগল পারা মনে,
দেশের জন্য জীবন বাজি
বাংলা আমার প্রাণে।
বিজয় মানে মুক্ত জীবন
হাসি সকল তরে,
সুখে দুঃখে থাকব মোরা
এই মা মাটির পরে।
বিজয় মানে বিশ্বের বুকে
আমার স্বাধীন দেশে,
ইতিহাসে লেখা রবে
বাঙালি বীর বেশে।