বিজয় মানে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৬-১২-২০২২ ইং
বিজয় মানে উত্তাল বাংলা
স্বাধীনতার জন্য,
মুক্তি সেনার বিজয় দিনে
পাকরা হলো হন্যে।
বিজয় মানে বীর বাঙালির
সার্থক সকল চেষ্টা,
ডিসেম্বরে স্বাধীন হলো
আমাদের এই দেশটা।
বিজয় মানে নতুন শুরু
পাক শাসক নাই বঙ্গে,
নাচে দেশের সকল মানুষ
মনের খুশির রঙ্গে।
বিজয় মানে ষোলো তারিখ
অন্ধকারের পতন,
লাল সবুজের দেশটা আমার
সত্যি মনের মতন।
বিজয় মানে সফল জাতি
সোনার মতন দেশটা,
মিলে মিশে থাকবো মোরা
গরীব ধনীর চেষ্টা।