বিজয় তুমি খোলা আকাশ
বহে মুক্ত বাতাস,
বিজয় তুমি মুক্ত পাখি
সুখের যে অট্টহাস।
বিজয় তুমি কোকিল কন্ঠ
বাজে মধুর সুরে,
বিজয় তুমি ভোরের আকাশ
মুক্ত ঝড়ে পরে।
বিজয় তুমি কবি নজরুল
সৃষ্টি সুখের উল্লাস,
বিজয় তুমি রবি ঠাকুর
সংগীত জয়োল্লাস।
বিজয় তুমি শহিদ মিনার
সকল ফুল সমাহার,
বিজয় তুমি কিশর হাতে
কদম ফুল উপহার।
বিজয় তুমি লাল সবুজে
রক্ত মাখা পতাকা,
বিজয় তুমি হৃদয় জুড়ে
শিল্পীর তুলি রাকা।