হাতল ছিলো ভেবে গাছে
সঙ্গী হলো কুড়াল,
বৃহৎ জঙ্গল ছোট্ট করছে
পকেট কাটা কুড়াল।
একে একে তোমার আপন
কুড়াল করেছে সাফ,
আশেপাশে আপন যারা
বিপদে দিবে লাফ।
ভালো-মন্দ সকল কাজে
বলে যাবে জি ভাই,
ক্ষতি করা লোকদের মাঝে
অন্য মানব কেউ নাই।
শত বাধা তোমায় কখনো
হারাতে পারবে না,
মানুষ চিনে চলো মানুষ
তুমি হার মানবে না!
তবু বিশ্বাস করতে হবে
মানবের এই জগৎ,
জ্ঞানী হয়ে জ্ঞান হারাই
বিচিত্র এই জগৎ।