বিচার
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৩-০১-২৩ ইং

পরের ধনে খবর দাড়ি
লাগছে এখন দারুন,
আর কতকাল চলবে এমন
এবার জায়গা ছাড়ুন।

মুখে মধু অন্তরে বিষ
সবার দৃষ্টি কাড়ুন,
দুই দিনের এই দুনিয়াতে
ভালো কাজে বাড়ুন।


ভালো-মন্দ বিচার করে
এদিক-সেদিক নাড়ুন,
ধ্বংস হবে অন্যায় যতো
ভালো করে ঝাড়ুন।