ব্যস্ত শহর
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৮-১১-২০২২ ইং
আমি যে শহরটায় থাকি এখানে ব্যস্ততা কম,
কিন্তু সন্ধ্যার পরে মানুষ একটু আশ্রয়ের জন্য ফেলছে দম।
দোকানের সামনে লাইন ধরে শুয়ে পড়ছে,
এই শীতের রাতে অন্য অস্ত্র চিকিৎসা বাসস্থানের সন্ধানে চেষ্টা করছে।
রাস্তায় ঘুমিয়েও তারা কি শান্তি পায়,
একজন লোক এসে তাদের কাছ থেকে জনপ্রতি কিছু চাঁদা নিয়ে চলে যায়।
কার আগে কে যাবে কাকে মেরে কে খাবে,
অসহায় মানুষগুলো জানে না কোন আইন। ক্ষুধার তাড়নায় চেয়ে থাকে ডাস্টবিনের ময়লাযুক্ত খাবারের দিকে।
এই ঠান্ডায় বাঁচার অধিকার, বিস্ময় হয়ে উঠেছে জীবনে।
একটি পাগল ওভার ব্রিজের নিচ দিয়ে প্রতিদিন আসা-যাওয়া করতেছে।
অকারণে যে কাউকে ঢিল ছুড়ে মারছেন।
কখনো আবার সে খাবার জন্য মানুষের কাছে হাত পাচ্ছেন।
এই পাগলের কান্ড দেখে কেউবা আবার হাসি তামাশা করছে।
ব্যস্ত শহরের মানুষগুলো নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে।
চারপাশে মানুষগুলো দেখার মত সময় হয়তো নেই।
একটি ইট মাথায় দিয়ে পাতলা একটি চাদর মুড়ি দিয়ে সারিসারি হয়ে শুয়ে আছে,
অনাথ সব মানুষগুলো করে না কোন বড়াই।
আসেন আমরা মানবতার তরে এই মানুষগুলোর পাশে দাঁড়াই।
মিথ্যা হলেও একটি হাসি দিয়ে দেখেন
তারা আপনার জন্য জীবন দিয়ে দিবে।
কুকুরের বাচ্চা বলে গালি না দিয়ে
নিজেদের হীনমন্যতাকে ডেকে রাখতে
এদের দোষারোপ করা থেকে বিরত থাকি সবে।