বীর জনতা বীরের বেশে
দেশের তরে জাগো,
দেশের ভালো চায় না যারা
দেশে থেকে ভাগো।
দেশের জন্য জীবন বাজি
একটু আশার আলো,
আলোর মাঝে সারা জীবন
থাকবো সবাই ভালো।
আমরা সবাই বীর বাঙ্গালী
একই ভাষার জাতি,
আমরা সবাই জ্বালাতে পারি
অন্ধকারে বাতি।
সবার দুখে থাকবো সবাই
চাই না চোখের পানি,
জাত ভেদাভেদ ভুলে যাবো
আর নয় বস্তুহানি।
সারা বছর থাকবো সুখে
থাকবো সবার হাসি,
সুখে-দুখে সবাই মিলে
এক ভাষাতে ভাসি।