বাপ নামের বটগাছ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৬-০৯-২০২১ ইং
আমার বউ হের জামাইরে নিয়া পাড়ার ভাবিগো নগে পেচাল পারবার যাইয়া কয়,
বেটা মানুষ ওইল আল্লাহর দিওইন্না বিশেষ রহমত।
তোমরা জানো? বেটা মানুষ কিয়ের নিগা এবা সম্মান পাবার যোগ্য।
ব্যাটা মানুষ হের জীবন যৌবন হের নিজের বউ পোলাহান গো নিগা কুরবানী কইরা দেয়।
বেটা মাইনশেরে আল্লাহ তা'আলা যে ইতুরি ধৈর্য দিছে।
হেরা নিজে না খাইয়া বউ পোলাহানগো খিলাবার নিগা চেষ্টা করে ।
নিজে না পইড়া নিজের বউ পোলাপান গো পড়াবার চেষ্টা করে।
ব্যাটা মাইনশের মাথার ঘাম পায়ে ফালাইয়া কষ্ট কইরা শইলের গাম ঝরাইয়া কামাই করুইন্না টেহা আমরা ঘরে বইয়া বইয়া ভোগ করি।
বেটা মাইনশে পোলাহানের নিগা মেলা কষ্ট করে, ভবিষ্যতে জানি হেরা বালাকইরা চলা হারে ।
সমাজের বুকে হের পোলায়হানের নিগা আরও কততা যে করে হেডা কইয়া ফুরান যাবো না।
পোলা মাইনশে যে খাটা খাটে হের বাদেও আমরা হেগো কত কষ্টই না দেই ।
হেগো দুক্কের ভাগ কেওই নিবার চাই না।
আর হেরে আমরা হগ্গলসুম সন্দেহ করছি।
একনাগারে কয়দিন ঘরে বইয়া থাকলেই অকর্মা কই।
কততাই না কইয়া হেরে বকাবকি করি।
আর এই বেটা মাইনশেরেই টিটকারি মাইরা কত কতা কই।
ভাইয়ের নগে যুদি বালা সম্পর্ক থাকে তাইলে হেরে কই ভাই পাগল পোলা মানুষ।
আর যদি বউয়ের নগে ভালা সম্পর্ক থাকে তাইলে কই বউ পাগল পোলা।
একজন বাপ হের পোলাহানের নিগা কিবা কষ্টি না করে,
এই বাপ নামক বটগাছটারে
আমরা পোলাহানেরা কিবা কষ্টই না দেই ।
তাও বাপ কোনসুমই পোলাহানের অমঙ্গল চায়না।
আরে বাপ নামের বটগাছটা পৃথিবীর বুকে যতদিন থাকে
একজন পোলাহানের উপুরে ছেহার নাগাল থাকে,
মুনে হয় পৃথিবীর বেবাক সুখ হের।
আল্লাহর কাছে হগ্গলসুম এই দোয়াডাই করি
পৃথিবীর বেবাক বাপেগো,
মহান আল্লাহ তালা জানি সুস্থ রাহে আর বালা রাহে।
আর আমরা বেকেই ৫ ওয়াক্ত নামাজ পইরা খোদার কাছে এই দোয়াদাই করমু-
রাব্বি হামহুমা কামা রব্বাইয়ানি সাগিরা।