বাংলা ভাষা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২২-০২-২০২৩ ইং
মায়ের ভাষা রক্ষা করতে
যার তুলনা নাই,
রফিক সালাম নাম অজানা
সবাই বলছে তাই।
মাতৃভাষা রক্ষা করতে
দেয় বুকের রক্ত,
কৃষক তাঁতি কামার কুমার
এই বাংলার ভক্ত।
ওদের জন্য বাংলা ভাষা
জগৎ বুকে ঠাঁই,
দোয়া করি সুখের স্বর্গ
প্রভু দিবে ভাই।