জগৎ জুড়ে শতো নিয়ম
কতো রঙের খেলা,
জীবন চলে জীবনের গতিতে
শেষ হয়ে যায় বেলা।
জীবন হলো নদীর মতো
ভাঙ্গা গড়া চলে,
সুখের পরে দুঃখ আসে
জ্ঞানী লোকে কইলে ।
কেমন করে ভাঙ্গে নদী
বসত বাড়ি ঘর,
নতুন করে স্বপ্ন দেখে
বেঁধেছে কুঁড়েঘর।
সকালে রাজা বিকালে ফকির
মানব জীবনে আসে,
সময়ের সঠিক ব্যবহার করো
সবাইকে পাবে পাশে।
চোখের জলে বুক ভেসে যায়
ভাঙা-গড়া ভবে,
ক্ষমা করো ওগো প্রভু
অতুলনীয়ভাবে।