ভাঙ্গা হৃদয়
মোঃ বুলবুল হোসেন

ভালোবাসি তকে‌ আমি নয় কোনো দৃষ্টি
রুপবতী মেয়ে তুই বিধাতার সৃষ্টি।
লীল শাড়ি রঙ্গে তোর ঠোঁট ভরা হাসি
উড়ু উড়ু মন বলে কেনো ভালোবাসি।

কাছে এসে বলে গেলে কথা আছে সই
দেখা হবে এ আশাতে পথ চেয়ে রই।
দেখা হলো কথা হলো আরো পরিচয়
কতো স্মৃতি জমা মোর শত দিনে হয়।

বাড়ি ঘর সংসারেতে দুজনের স্মৃতি
একে একে বেড়ে চলে প্রেমময় প্রীতি।
হঠাৎ করে হানা দিলে হৃদয়ের নীড়ে
এই বুকে তীর মেরে ছলনার ভীড়ে।

এদিন দেখতে হবে ভাবিনি তো আগে
দেখ এসে শূন্য আমি তকে হৃদে জাগে।
কোন সুখের আশায় গেলি তুই ফেলে
কমতি কি ছিলো মোর  দু-নয়ন মেলে।

কথা দিয়ে রাখলো না  তোর নষ্ট মন
এই হৃদয়ে থাকবি  করেছিলি পণ।
মনে পড়ে যাবে জানি কাক ডাকা ভোরে
ভালো থাক বেঈমানি অন্য বাহু ডোরে।