ব্যাঙের ডাক
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৪-০৯-২০২২ ইং
ব্যাঙের আবার সর্দি লাগে
ধরছে তাহার মাথা,
শিয়াল মামা দেখতে এলো
মাথায় দিয়ে ছাতা।
হরিণ ছানা মা কে বলে
বাঁচার উপায় নাই,
ঘাস গুলো মরে গেছে এবার
বৃষ্টি কোথায় পাই।
বৃষ্টি তুমি এসো এবার
আমার বনের মাঝে,
তুমি যদি না আসো গো
মনটা কেমন সাজে।
ব্যাঙের ডাক যে শুনতে পাই না
কেমনে বলো আসি,
ব্যাঙের এবার মাথার ব্যথা
চোখের জলে ভাসি।
বলো গিয়ে তারে তুমি
আমায় যেনো ডাকে,
ব্যাঙের ডাকে সারা দিব
সুস্থ করো তাকে।