বেকার জীবন কষ্টের জীবন
সবার চোখের কাঁটা,
বন্ধু বলো আত্মীয় বলো
সবাই করে ছাঁটা।
অভাব যে আমার আপন জন
কান্না কোথায় লুকাই,
ক্ষুধার জ্বালায় কান্না করে
কি করে যে তাকাই।
কি করে কষ্ট সইবো বল
মাথায় বড়ো বোঝা,
বেকার বলে দেয় না আমার
ঋণে নয়তো সোঝা।
মূলের শিকড় কেটে দিয়ে
উপরে পানি দেয়,
বাস্তবতা বড়ো কঠিন
জীবন বড়ো দুর্জেয়।
গরিব মানুষ আর কতো দিন
কাঁদবে এমন করে,
দয়ার সাগর দয়া করো
এই গরীবের ঘরে।