চাকরির জন্য কতো জায়গায়
ঘুরতেছি দিবারাত,
কাছের মানুষ ছিলো যারা
তার কথায় অশ্রুপাত ।

শিক্ষা রেখে যদি যেতাম
বাবার সাথে কাজে,
বাড়ি গাড়ি থাকতো আমার
থাকতাম নতুন সাজে।

বেকার বলে সমাজের কেউ
দেয়না আমাকে দাম,
লেখা পড়া শিখে আমার
কতো হলো বদনাম ।


মামা খালু আছে যাদের
চাকরির অভাব নাই,
মামা খালু নেইতো বলে
সমাজে বেকার ভাই।

দুর্নীতি বন্ধ না হলে
শিক্ষার মূল্য হবে না,
ওদের  কারণে শত বেকার
চাকরি খুঁজে পাব না।