বেইমান পাখি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০২-০৬-২০২১ ইং
পাখি আমার মনের মাঝে
দিবি কতো জ্বালা,
তোর লাগিয়া আমি পাখি
গেথে ছিলাম মালা।
কতো ভালোবাসি তোকে
বুঝলি নারে আগে,
পাখির দেওয়া ব্যথা স্মৃতি
মনের মাঝে জাগে।
জানতাম যদি আমি পাখি
তুমি যাবে চলে,
মনের দুয়ার বন্ধ করতাম
হৃদয় কাঁদবে বলে।
তুমি পাখি সুখে থাকো
কষ্ট দিয়ে মোরে,
হয়তো পাখি ডাকবে আমায়
থাই দেবো না তোরে।
সবাই বলতো বেঈমান পাখি
দিবি একদিন ফাঁকি,
এখন দেখি পাখির জন্য
ভিজে দুটি আঁখি।