ভাগ্য  চাকা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৩-০৩-২০২২ ইং


ছোট্ট সংসার বড় হলে
খরচ কি  ছোট্ট রয়,
আগে ছিলো রুজি যাহা
এখনো যে তাই হয়।

বড় ভাইয়ের পাঞ্জাবীটা
ছোট্ট ভাইয়ে পড়ে,
ছোট ভাইয়ের খুশি দেখে
বড় ভাইয়ে ঘরে।


বড় ভাইয়ে ফুটপাতে
জামা কাপড় কিনে,
ছোট্ট ভাইয়ে  সেই গুলোকে
পরে রাতে দিনে।

এসব শুনে বড় লোকে
কথা বলে বাঁকা,
লাগাম বিহীন বাজার এখন  
হবে  বেঁচে থাকা।

মধ্য বিত্তের জীবন চাকা
মিথ্যে কথায় চলে,
আর কতকাল রঙিন স্বপ্ন
শুয়ে ভাঙ্গা ঘরে।