বাদল দিনে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৬-০৬-২০২২ ইং
ঈশান কোণে মেঘ জমেছে
আকাশ কালো করে,
একটু পরেই বৃষ্টি পড়ে
কেমনে থাকি ঘরে।
আষাঢ় মাসে চলছে রে ভাই
অঝোর বৃষ্টি ধারা,
মন যে আমার হয় মনোহর
বৃষ্টির সুরে সাড়া।
হিমেল হাওয়ায় দোলা দিয়ে
নতুন দিনের সুবাস,
বৃষ্টি দেখে কৃষক মাঠে
নতুন করে চাষ।
কদম ফুলের রুপের বাহার
নদীর ধারে জলে,
নদীর বুকে ভিজে খোকা
নৌকা নিয়ে চলে।
খোকার ছাগল খায় না দেখো
বৃষ্টি ভেজা ঘাস,
খোকা তখন কেঁদে বলে
দিবো না কারাবাস।
তাল বাহানা যতই করো
যতোই পড়ে বৃষ্টি
সময় থাকতে ফেলো তুমি
ঘাসের দিকে দৃষ্টি।