ভাদ্র মাসের তাল
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২১-০৮-২০২২ ইং
ঘরের পিছে তালের গাছে
পরছে চালে ধুমে,
গভীর রাতে তাল কুড়াতে
থাকি কি আর ঘুমে।
ভাদ্র মাসে খোকা নাচে
পাকা তালের ঘ্রাণে,
মায়ের হাতে তালের পিঠা
মেতে ওঠে প্রাণে।
খোকার মুখে মধুর হাসি
তালে ভরা গালে,
খোকা খেলে সকাল দুপুর
ভাদ্র মাসের তালে।
তালের গাছে পাখির মেলা
খোকার উদাস মনে,
পাখির সুরে ডাকে খোকা
ভাদ্র মাসে ক্ষণে।
চালের গুরা তালে দিয়ে
গুড়ের সাথে মাখি,
কলার পাতায় পিঠা ভাজি
জলে ভরা আঁখি।
মন কেড়েছে তালের রুটি
খেতে লাগে মজা,
খোকা নাচে উঠানেতে
কিসের মিষ্টি গজা।