বাদল দিনে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৫-০৪-২০২১ইং
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে
বিদ্যুৎ আকাশের গায়,
মেঘের ভেলা ডাকছি তোমায়
আয় ঘুনিপাড়া গাঁয়।
বৈশাখের এই ফলের দিনে
স্মৃতি মনে পড়ে,
বাদল দিনে নতুন মাসে
চোখে অশ্রু ঝড়ে।
গরুর মাংস খিচুড়ি আর
সাথে লঙ্কা ভর্তা,
এসব ছিল প্রিয় খাবার
বাড়ির বড় কর্তা।