বেদনার সুর
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৪-১১-২২ ইং
কোন নেশাতে বলো তুমি
ছুটি আপন বেগে,
সবাই যখন ঘুমের ঘরে
কেনো আছি জেগে।
সন্দের তালে লিখতে বসে
শব্দ অলংকারে,
কল্পনাতে মনের ঘরে
বলি কিছু তারে।
স্বপ্নমাখা মনটা হারায়
গভীর কোনো রাতে,
নীল শাড়িতে সামনে দাঁড়ায়
গোলাপ ছিলো সাথে।
হয়তো তুমি চলে যাবে
আমায় একলা ফেলে,
বুকের মাঝে জায়গা দিয়ে
কোথায় চলে গেলে।
তোমার প্রেমের বেদনার সুর
আমার হৃদয় মাঝে
বলো তুমি তোমার স্মৃতি
সদাই কেনো বাজে।
ঘুমের ঘরে স্বপ্ন গুলো
নয়ন জলে ভাসে,
ঘুম ভাঙতে চেয়ে দেখি
কেউ ছিলনা পাশে।