বেঁচে থাকা দায়  
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৬-০২-২০২২ ইং


ঢাকঢোল পিটিয়ে কেউ কি
হইতে পারে  গুণী,
জ্ঞানী  বলা মূর্খের সাজে
দাদার মুখে শুনি।

অল্প বিদ্যা ভয়ংকারী
গর্ব  করা স্বভাব,
দেখিনি যা পেয়েছি তা
জ্ঞান  বুদ্ধির অভাব।


দিনের বেলায় স্বপ্ন দেখে
রঙ্গিন নেশা সাজে,
টাকা-পয়সার নাই রে  অভাব
ডাকে না কেন কাজে।

যখন যাকে মারে থাপ্পর
টাকার কি মরণ হয়,
জ্ঞানী লুকে পালিয়ে যায়
সম্মানের আছে ভয়।


কলিতে হায় বাঁচা বড় দায়
জ্ঞানী চলে বনে,
হায়রে হায় বেঁচে থাকা দায়  
খুঁজে নিবে রণে।