অবুঝ প্রাণী
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৯-১০-২০২২ ইং

বাঁশ বাগানে নীড় বেঁধেছে
নানান রঙের পাখি,
সকাল বিকাল কিচিরমিচি
গানে ডাকাডাকি।

মন ভালো হয় কর্ম শেষে
ফিরি  যখন বাসায়,
নতুন পাখি  বাঁধবে  বাসা
থাকি আমি আশায়।

পড়ন্ত বেলায় পাখি যখন
আসে ডানা মেলে,
তাদের দিকে চেয়ে থাকি
চলে  আপন দলে।

অবুঝ প্রাণী বন্দী করে
প্রকৃতি ধ্বংস  করে,
দুষ্টের দলে ওদের ধরে
খাবে তৃপ্তি ভরে।


কেমন করে জাল পাতিবে
ঐ শিকারীর দলে,
আমার বাড়ির বাঁশ বাগানে
কেমন করে  চলে।