প্রত্যেক দিন স্বপ্ন দেখি
আসবে নতুন সকাল,
পূর্বের আকাশে সূর্য লাল
হবে কখন বিকাল।
কতো যত্ন করি দেহের
যাবে আপন ঠিকানায়,
দেহ নিয়ে অহংকার করি
মিশে যাবে ধুলায়।
অপরের ধন চুরি করি
সকল রবে পড়ে,
যাহা কিছু আছে তোমার
পড়ে রবে ঘরে।
কেমন সুখ পেলে তুমি
টাকার পিছে ঘুড়ে,
শেষবেলায় নিতে পারবেনা
সম্পদ সঙ্গে করে।
যতই করো ঘর বাড়ি
আরো সুন্দর গাড়ি,
সব মিথ্যা জগৎতের মাঝে
খোজো আসল বাড়ী।