আমরা কি স্বাধীন
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৬-০৮-২০২২ ইং


আমি তো স্বাধীনতার মানে জানিনা না,
আমি দেখেছি না খেয়ে থাকা মানুষের আর্তনাদ।
আমি তো দেখেছি রাস্তার পাশে ফেলে দেওয়া
পচা বাসি খাবার খেয়ে কিছু মানুষের মুখের হাসি।

আমি তো স্বাধীনতার মানে জানিনা, আমি দেখেছি কত যুবক যুবতী কর্ম শেষে ঘরে ফেরার
পথে রাস্তায় ধর্ষনের শিকার।
আমি তো স্বাধীনতার মানে জানিনা,
আমি দেখেছি কত নবজাদক রাস্তার পাশে
পড়ে থাকা তাদের চিৎকার।

আমি তো দেখেছি কত যুবক অপরাধ
না করেও শাস্তি পেতে হয়েছে।
আমি এই সমাজকে জানাই ধিক্কার।
আমি স্বাধীনতার মানে জানিনা,
আমি দেখেছি দলাদলি ও অস্ত্রের ঝংকার।
আমি তো স্বাধীনতার মানে জানিনা, আমি দেখেছি বিচার না পাওয়া অসহায় বাবার আহাজারি।


আমি তো স্বাধীনতার মানে জানিনা, আমি দেখেছি অসহায় পরিবার ভিটে মাটি হারা,
আমি তো দেখেছি কৃষকের মাথার ঘাম
পায়ে ফেলে ফসল ফলানো দিনশেষে
হতাশ হয়ে ঘরে ফেরা।

আমি তো স্বাধীনতার মানে জানিনা,
আমি দেখেছি দিনের বেলায় সাধু সেজে
রাতের বেলায় রক্তচোষা হায়নার দল।
আমি তো দেখেছি আজকের সমাজ
স্বার্থের জন্য কতটা হয়েছে  অতল।

আমিতো স্বাধীনতার মানে জানিনা,
আমি দেখেছি শত শত বেকার টাকার অভাবে
চাকরি না পাওয়া  দাসত্বাধীন।
আমিতো স্বাধীনতার মানে জানিনা,
সত্যি কি স্বাধীনতার পঞ্চাশ বছরেও
আমরা কি হয়েছি স্বাধীন?