আমরা নবীন আমরা শক্তি
আমরা যৌবনের দূত,
আমরা চঞ্চল আমরা উজ্জ্বল
আমরা প্রবীণ অদ্ভুত।
আমরা জ্বলন্ত আমরা যুদ্ধা
আমরা নতুন ভাঙি,
আমরা প্রদীপ আঁধার ঘরে
নতুন আশায় রাঙি।
আমরা অন্যায়ের কালো হাত
ভাঙতে করিনা ভুল,
যতোই ফেলো গভীর জলে
আমরা পেয়ে যাই কূল।
দেশের স্বার্থে জীবন বাজি
আমরা যে সব বিদ্যুত,
শত বাধা ভয় করি না
আমরা করবো বিচ্যুত।