আমার গ্রাম
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ২৭-০৪-২০২১ইং
কালিহাতী টাঙ্গাইল।
আমার গ্রামের খালে বিলে
ফুলে মাছে ভরা,
আমার গ্রামের জেলে হাসে
নদীতে জলভরা।
আমার গ্রামে শিল্পীর আঁকা
রং তুলিতে ছাওয়া,
দক্ষিণ হাওয়া শীতল পরশ
বসন্তের গান গাওয়া।
আমার গ্রামের নৌকা গুলো
চলে নদীর বাঁকে,
মেঘ বালিকা আমার গ্রামে
হাওয়া শীতল রাখে।
আমার গ্রামে বৃষ্টি ঝরনা
ঝরে হেসে হেসে,
শিশির কণা হেসে বলে
আমি ধানের শীষে।
আকাশ বুকে মেঘ বালিকা
সকাল-সন্ধ্যা জেগে,
আমার গ্রামে ফুল ফুটেছে
প্রেমের অনুরাগে।
আমার গ্রামে প্রকৃতি আলো
পাড়ার ঝোপে ঝাড়ে,
গন্ধে মাখা ফুলের সুবাস
স্বপ্ন গুলো নীড়ে।