আমার বাড়ি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৮-০৯-২০২২ ইং
আমার বাড়ির ফুল বাগানে
ফুটছে কত ফুল,
ফুল বাগানে বসে খোকা
খেতে চায় যে দুল।
গন্ধে পাগল মৌমাছির দল
ফুলের মাঝে রয়,
মনের সুখে মধু তুলে
আছে কি আর ভয়।
প্রজাপতির রূপের বাহার
করতে মানা টাচ,
রুপের বাহার মন কেড়েছে
খোকার কেমন নাচ।
দলে দলে ফুল বাগানে
শতো পাখি সুর,
তাইনা দেখে খোকা বলে
যত ইচ্ছে ঘুর।
আমার বাড়ি এসো বন্ধু
পাবে মিষ্টি ফল,
তাইনা শুনে হাজির হলো
ছেলে মেয়ের দল।