আমাদের টাঙ্গাইল
মোঃ বুলবুল হোসেন

এক বাড়িতে, এক দুয়ারে
এক হাতির বসবাস,
আরো ছয় পুর, তিন আইলে
টাঙ্গাইলের ইতিহাস।

কালিহাতীর মিষ্টি দইয়ে
মনের তৃষ্ণা মিটে,
পোড়া বাড়ির চমচম নিয়ে
দাদা ঘোড়ার পিটে।

সাদা মনের মানুষ আছে
আরও সুন্দর নারী,
ইতিহাসের পাতায় লেখা
টাঙ্গাইলের শাড়ি।

পুকুর নদী খাল বিল তার
সোনা ভরা চর,
জীব বৈচিত্র অপরূপ সুন্দর
মধুপুর শাল গড়।

শিল্প সাহিত্যের মেলা বসে
নানান রকম সুরে,
বলবো কি আর খেতে মজা
আনারস মধুপুরে।

আতিয়া মসজিদ ইতিহাসে
জাতীয় ফল কাঁঠাল,
শিক্ষা সংস্কৃতি জমিদারী
নয়তো কিছু আড়াল।