আম ভর্তা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ২৪-০৪-২০২১ইং

মুখে তোমার সুখের হাসি
কেনো তুমি নাচ্ছো,
রোদে পুড়ে ঘামে ভিজে
কি যে তুমি পাচ্ছো।

কচি আমটা  তোমার গাছে
তুমি যদি পারতে,
গাছে ওঠতে ভয়ে কাঁপি
ডালটা যদি নাড়তে।

দুজন মিলে খাবো আমরা
কচি আমের ভর্তা,
পারো তুমি গাছ থেকে
হলোই গড়পড়তা।