শ্রমিক যদি না থাকে আর
তোমাদের মূল্য কই,
সবাই যদি মাস্টার তবে
কে নিবে জ্ঞানের বই।
ভালো থাকলে খারাপ থাকবে
জগৎ বুকে রীতি,
দানের নেশা সবার থাকলে
মরতো স্বার্থ নীতি।
আঁধার আছে বলেই আমরা
খুজি সবাই আলো,
আলো ছায়ার খেলার মাঝে
দূরে ফেলি কালো।
বজ্র বৃষ্টির আকাশ দেখি
সময় পরিবর্তন,
চন্দ্র সূর্য উজ্জ্বল তাঁরা
আকাশ বিবর্তন।
রোদ্র আছে বলেই আমরা
ছায়ার মূল্য বুঝি,
গাছ আছে বলেই তো আজ
শীতল মনের মাঝি।
দুঃখে যাদের জীবন গড়া
সুখ বুঝে না কভু,
দুঃখ কষ্টের নামি জীবন
শান্তি চাই যে প্রভু।