আলোর পথ গড়ি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৭-০৭-২০২১ ইং
চলে যেতে হবে জেনে খাই খাই করে,
রঙ্গে নেশা পড়ে আছে রাত দিন ভরে।
মিথ্যা ভয়ে সত্য নর বন্দি থাকে ঘরে,
সত্য কথা বলে গেলে তারে চেপে ধরে।
মিথ্যা কথা সত্য করে নেশা ঘরে নাচি
ভুলে গেছি প্রভু দয়া আমি তুমি বাঁচি।
স্বার্থে মাঝে কিছু হলে তুলে ধরি কাঁচি,
এসো সবে প্রভু ডাকে শুকরিয়া হাঁচি।
রুজি করে ঘরে তুলি ছেলে থাকে সুখে,
সবে মিলে ভালো থাকি বলি শুধু মুখে।
সুখে কাছে আছি আমি পাবে নাতো দুখে,
নিজে কথা ভাবি শুধু ব্যথা নাতো বুকে।
আছি আমি তরি সাথে স্বার্থ পেলে ভুলে
কেনো বলো নিজে কথা বলি মন খুলে।
নিজে টুকু পেয়ে গেলে ধরি তারে তুলে,
টাকা পেলে মিটে গেলো বলি নাতো ছুঁলে।
দিনে পরে রাত আসে দিন যায় বেড়ে
প্রভু ডাকে যেতে হবে ভেবে মন হারে।
নেশা ঘরে পড়ে আছি ছাড়ি কিরে তাঁরে,
পরোপারে নিবো সাথে ভুলে গেছি যাঁরে।
ক্ষমতার মোহে পড়ে ডুবে যাবে তরী,
প্রভু ভুলে থাকো তুমি জলে ডুবে মরি।
নারী নেশা থেকে তুমি টাকা হাত ভরি,
সবি ভুলে এসো মোরা আলো পথ গড়ি