একুশ মানে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২১-০২-২০২৩ ইং
একুশ মানে
জীবন চলার রথ,
একুশ মানে
অন্ধকারের পথ।
একুশ মানে
অহমিকা টিপ,
একুশ মানে
রাঙা প্রদীপ।
একুশ মানে
বর্ণমালার সারি,
একুশ মানে
রক্তে ফেব্রুয়ারি।
একুশ মানে
শব্দে ফোটা ফুল,
একুশ মানে
রবিন্দ্রনাথ, নজরুল।