একুশ আমার জ্যোৎস্না রাতে
মায়াবী ঐ চাঁদ,
একুশ আমার মুখের ভাষা
কি নিদারুন স্বাদ।
একুশ আমার মায়ের ভাষা
থাকবে চিরকাল,
একুশ আমার ভোরের রবি
রক্তে রাঙা লাল।
একুশ আমার বাংলা ভাষা
ফুটন্ত এক ফুল,
একুশ আমার রক্তে ঝরা
স্বাধীনতা মূল।
একুশ আমার পাহাড় ঝর্ণা
লাল সবুজের দেশ,
একুশ আমার জীবন ধারা
বাংলা ভাষা বেশ।
একুশ আমার একুশ তোমার
প্রভুর দেওয়া দান,
একুশ আমার মারের কন্ঠে
মধুর সুরে গান।