এক মুঠো ভাত
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৭-১০-২০২২ ইং


বাবা তুমি গেলে কই?
তোমার সাথে বলবো কথা
কেউ বুঝেনা ওদের ব্যথা
চারদিকে হইচই।

পাশের বাড়ির রহিম মিয়া
ভাঙা ঘরে দেখো গিয়া
একলা সেথায় থাকে,
এক মুঠো ভাত পায়না সেতো
দেয় না কেউ তাকে।

দেবে আমায় কাকা মামা
ওদের গায়ে নেইতো জামা
একটি জামা দেই,
একটি জামা পেয়ে তারা
থাকবে খুশি সেই।

মানব সেবায় প্রভু খুশি
জ্ঞানী লোকে কয়,
ওদের পাশে থাকবো মোরা
আরতো কিছু  নয়।