আজব কথা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৩-১০-২০২২ইং
টিকটিকিরা করলে টিক টিক
কথা বলা হয় ঠিক,
এসব কথা বলে বেড়ায়
গ্রামের চতুর্দিক।
সন্তানহীন ব্যক্তির মুখ দেখতে
মানা দিনে রাতে,
শুভ কাজে যেতে বাঁধা
আসে নাকি তাতে।
দাঁড় কাকেরা ডাকলে পরে
বিপদ আসতে পারে,
আদিকাল থেকে চলে আসছে
এই সমাজ সংসারে।
ফকির চাচার কাছে থেকে
গল্পে শোনাতেন ভূত;
ভয়ে থাকতে পাড়ার সকল
শুনতে সবি অদ্ভুত।
গরম পিঠা সাথে নিয়ে
দূরে যেতে মানা,
এসব কথা এখন চলে
গ্রামের সবার জানা।