আজান
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৯-১০-২০২২ ইং
আযানের ধ্বনি শুনেছি
মুয়াজ্জিনের কন্ঠে,
চলো সবে মসজিদে যাই
ঘুমে থেকে উঠে।
পার পাবোনা এই জগতে
প্রভুর হুকুম ছাড়া,
রাসুল (সাঃ)এর আদেশ নির্দেশ
মানব মুক্তির ধারা।
সকল কাজ কে ফেলে দিয়ে
প্রভু ডাকে সাড়া,
কতো মানব প্রভুর ডাকে
হয়ে দিশেহারা।
ঘরের কোনে মসজিদে ঐ
ডাকছে মোয়াজ্জিনে,
কেমন করে হেলায় ফেলায়
কাটছে সময় দ্বীনে।
মহান প্রভু দয়ার সাগর
তোমার নাম অবিরাম,
মমিন ব্যক্তির তালিকাতে
লিখে দিও মোদের নাম।