আদর
মোঃ বুলবুল হোসেন
তারিখ:- ০৮-০৭-২০২২ ইং
বর্তমানে আছে কি ভাই
শিক্ষা গুরুর কদর,
ভক্তি শ্রদ্ধা উঠে গেছে
নাইরে প্রেমের আদর।
আগের দিনটা ভালো ছিলো
কতো যে স্বভাবে,
নেশার মুহে অন্ধ হয়ে
সমাজ আজ অভাবে।
নম্র ভদ্র কাকে বলে
পায় কি শিক্ষা আজ কে,
ক্ষমতার মোহে পড়ে ঐ
ভুলে গেছে কাজ কে।
বিবেক বোধে নীতিকথা
বলে নাতো কেউ আর,
শিক্ষাগুরুর শিক্ষা টুকু
এখন আছে কি তার।
জ্ঞানের শিক্ষা ছিলো তোমার
প্রথম যাহার হাতে,
তাহার হৃদয় ছিদ্র করে
তোমার ঐ আঘাতে।