পড়তে গেলে মন বসে না
গায়ে আসে জ্বর,
মা দাঁড়িয়ে লাঠি হাতে
ছাড়া যায় না ঘর।
এদিক সেদিক করলে পরে
খেতে হবে মার,
দাদী এসে মাকে ডাকে
ধরতে পারে আর।
রাত্রি কালে বন্ধু এসে
জানালায় দেয় ডাক,
আড্ডা হবে সবার সাথে
রবে পড়ায় ফাঁক।
প্রতিদিনের পড়া পড়তে
মাথায় কি আর রয়,
না পারিলে স্যারের পড়া
লাঠির হাতে সয়।
বলনা বন্ধু পড়ার মাঝে
আছে কি আর সুখ,
তোদের সাথে আড্ডা দিলে
ভরে উঠে বুক।