এবার শীতে করবো বিয়া
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৫-০৩-২০২২ ইং

লক্ষী সোনা এবার শীতে
করবো তোমায় বিয়া,
রাগ করো না ও সোনার চান  
ওগো প্রানের প্রিয়া।

গোয়াল ভরা গরু আছে
পুকুর ভরা মাছে,
এবার শীতে নয়তো একা
থাকবে আমার কাছে।
লক্ষী সোনা এবার শীতে
করবো তোমায় বিয়া,
রাগ করো না ও সোনার চান  
ওগো প্রানের  প্রিয়া।

খেজুর গাছে রসের হাড়ি
বন্ধু  আমার  বাড়ি,
খেজুর রসের পিঠা পুলি
বাড়ি কি  আর ছাড়ি।
লক্ষী সোনা এবার শীতে
করবো তোমায় বিয়া,
রাগ করো না ও সোনার চান  
ওগো প্রানের  প্রিয়া।

দুজন মিলে ঘর বানাবো
থাকবো মহা সুখে,
তোমায় দেখে বলবে পাড়া
থাকবে না আর দুঃখে।
লক্ষী সোনা এবার শীতে
করবো তোমায় বিয়া,
রাগ করো না ও সোনার চান  
ওগো প্রানের  প্রিয়া।