আবেগি মন
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৬-১১-২০২২ ইং
বহু বছর পেরিয়ে গাঢ়
পূর্ণরায় হয় দেখা,
জমে থাকা কথা গুলো
হয় দুজনের রেখা।
হারিয়ে যাবো স্মৃতির মাঝে
একান্ত গোপনে,
দুজন মিলে পাড়ি দিবো
এবার জেনে শুনে।
এসেছো তুমি এই হেমন্তের
গোধূলি বেলায়,
সিক্ত হিয়ার বাজে প্রাণে
এলে বুঝি ভেলায়।
আসবে বলে পুষ্প মালা
বিছায়ে রেখেছি,
জোসনার আলোয় রঙিন সাজে
গৃহে নাম লিখেছি।
ভালোবাসার চাদরে তোমায়
জড়াইয়া রাখিবো,
সুখের অশ্রু ঝরে মোর
স্বপ্নে বিভোর থাকিবো।
তুমি হলে জ্যোৎস্নার আলো
প্রদীপ জ্বালিয়েছি,
আবেগি মন তোমার প্রতীক্ষায়
কতো রাত জেগেছি।