ভ্রম
****
ভূলি ভুলি শুধু কথায় ভূলা
মনের ভূলা কভূ আসে না
মুখের স্বভাব বলে যাওয়া
অন্তরের ভাষা মুখ বুঝেনা।
ভূলে যাওয়া কঠিন কাজ
খুব সহজে যায় মুখে বলা
ডুবুরি জানে সাগর কেমন
অতলে কত কষ্টের জ্বালা।
হাসি মুখটা সবাই দেখে
দেখেনা অশ্রু সিক্ত চোখ
মুখ পানে সবাই তাকায়
দেখেনা চিরে যাওয়া বুক।
কথার কথা সবাই বুঝে
নিরবতা অনেকে দেখেনা
না বলারও ভাষা আছে
কখনও কেও তা মানেনা
চুপ থাকা অহংকার নয়
সবার জ্ঞানে তা আসেনা
নিরবতা যে দুর্বলতা নয়
নির্বোধরা কখনও বুঝেনা।
কথা বলতে সবাই পারে
না বলটা নয় অপারগতা
তর্ক না করাটা মূর্খতা নয়
এটা ভাল মানুষের ভদ্রতা।
।।।।।।।।।।।।