মানুষের ভিন্নতায় ভালবাসা ভিন্ন হয়
ভিন্নতা আছে নারী পুরুষের ভালবাসায়।
এত সহজে ভালবাসা বুঝা যায়না
বুঝতে হলে ভেতরটা জানতে হয়।
মনের যত গভীরে যাওয়া যায়
ভালবাসার ততো বেশি বুঝা যায়।
পরুষের ভালবাসা নারীর মত নয়
নারীর মন কোমল, আহ্লাদি, আবেগী
তাই ভালবাসায় নরম ছোয়া থাকে।
পুরুষ মানুষের ভালবাসা বেশ কঠিন
দায়িত্ববোধ থেকে দায়িত্বশীল হতে হয়।
দায়িত্বের মাঝেই পুরুষের ভালবাসা।
অভিমান, আচরণ, বায়না ও নেকামিতে
নারীর ভালবাসা প্রকাশ পায় সহজেই
পুরুষ মানুষের ভালবাসা সুপ্ত
নিরবে পুষে রাখে মনের গভীরে।
যে পুরষের দায়িত্ববোধ যতবেশি
সে নারীর প্রতি তার ভালাবাসা ততো বেশি
পুরুষ মানুষের ভালবাসা বুঝতে হলে
ভেতরটা বুঝতে হয়, খুজতে হয় গভীরে।
নারীর ভালবাসায় বৈচিত্র থাকে
ষড়ঋতুর মতো সহজে রূপ পাল্টায়।
পুরূষের ভালবাসায় থাকে একাগ্রতা
সত্যিকারভাবে যে নারীর উপর পড়ে
আজীবন তাকে আগলে রাখে যত্ন করে
মৃত্যুই শুধু পারে সরিয়ে নিতে।
নারীর ভালবাস চাঁদের আলোর মতো সিগ্ধ
আর পুরুষ মানুষের ভালবাসা
সূর্যের আলো থেকেও বেশি প্রখর।
---------------------০-------------------