ভালবাসার মাশুল
************************
আমার কাছে ফিরে আস তুমি,
সবকিছু ছেড়ে আমি তোমাকেই চাই।
আমায় একা করে যে ভূলে চলে গেছ তুমি
তা আমার ভূল ছিলনা, ছিল অপারগতা।

ফিরে আস তুমি। কথা দিলাম
মেয়ে কলিগদের বারণ করে দিব
তারা যেন আর কথা না বলে।
ভাই বা বন্ধু ভেবে সাহায্য না চায়
আমায় অভদ্র ভাবে ভাবুক-
অভদ্রতায় যদি তোমাকে কাছে পাই
প্রতিবার আমি অভদ্র হতে চাই।

ফিরে আস তুমি। লিখে দিলাম
বাসাকে আর অফিস বানাবনা
বসের জরুরী কল বা ম্যাসেস এলেও
ফোনটা ভূলেও হাতে নিবনা
প্রমোশন না হয়ে বেতন না বাড়ুক
মিটিংয়ে বসে দায়িত্বহীন বলে বলুক-
দায়িত্বহীনতায় যদি তোমাকে কাছে পাই
সারাজীবন দায়িত্বহীন হয়েই থাকতে চাই।

ফিরে আস তুমি। দিব্যি দিলাম
বাবা-মা’'য় সাথে আর দেখা করবনা
কেও হাসপাতালে ভর্তি হলেও না
ভাই বোনের কোন আবদার কানেও নিবনা
কষ্ট পাবে, কাঁদবে, পরিশেষে অভিশাপ
ঘৃণায় সবাই অমানুষ বলে বলুক-
অমানুষের হয়েও যদি তোমাকে কাছে পাই
আজীবন আমি অমানুষই থাকতে চাই।

তোমাকে ফিরে পেতে চাই আমি
সবকিছুর বিনিময়ে, সবটুকু হারিয়ে
তোমাকে ভালবেসে যে ভূল করেছি আমি
সবকিছু ত্যাগ করে তার মাশুল দিতে চাই।