ভাগ্যশ্রম
******
সম্পদ আমার অনেকটা বেড়েছে
চারপাশের সবাই লুটেপুটে খাচ্ছে।
চিরাচরিত স্বভাব আমার এমনটা
মানা না করা আদত ছিল যেমনটা।
উপচে পড়ছে গোলাঘর ও সিন্দুক
আশে পাশে ঘুরছে অনেক নিন্দুক।
সন্নিহিত ভয়ের বেদখল আনাগোনা
চেনা সাপে তুলতে পারে বিষ ফণা।
সবই নাকি ভাগ্যের তীক্ষ্ণতায় অর্জন
মেধা, শ্রমের দক্ষতা হয়েছে বিসর্জন।
দোয়ার হিতেই নাকি থলে আজ ভারী
চাহিবা মাত্র বাধ্যগত দিতে হবে ছাড়ি।
ভাগ্যের ছলে কলেবলে সম্পদ লুটে
কষ্টার্জিত উপার্জন খোয়ালো ললাটে।
মাথার ঘাম না জড়িয়ে ক্ষান্ত হলো শ্রম
রক্ষিত ভাগ্যে উপার্জনের আত্নগোপন।
পরিশ্রম বিনে হয়না কিছু এটাই বাস্তব
দোয়া আরজ হতে পারে তাতে সহায়ক।
মনোবল লুপ্ত হয় কদর না হলে শ্রমের
সহানুভূতির দোয়া’তে তৃপ্তি পরিশ্রমের।
।।।।।।।।